কিছুটা কমলেও সংক্ৰমণ ২-লক্ষের কাছেই, রাশিয়ায় ২৪ ঘন্টায় ফের প্রচুর মৃত্যু

মস্কো, ১৩ ফেব্রুয়ারি (হি.স.): বিগত কয়েকদিনের তুলনায় দৈনিক সংক্ৰমণ কিছুটা কমলেও, রাশিয়ায় করোনা-সংক্রমণ ২-লক্ষের কাছেই। রাশিয়ায় ২৪ ঘন্টায় ফের প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। রাশিয়ায় বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ৭৪৮ জন রোগীর। নতুন করে ৭৪৮ জনের মৃত্যুর পর রাশিয়ায় এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩,৪২,৩৮৩ জনের।

এই মুহূর্তে কোভিডে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে রাশিয়াতে। বিগত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭৯ হাজার ২৮৪ জন, এই সংখ্যা আগের দিনের তুলনায় অনেকটাই বেশি। ফলে রাশিয়ায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৪,৬৫৯,৮৮০ জন। ইতিমধ্যেই রাশিয়ায় করোনার থেকে সেরে উঠেছেন ১১,৬৪৩,৩৯৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *