আগরতলা, ১৬ ফেব্রুয়ারি (হি. স.) : ত্রিপুরায় পূর্ত দফতরে দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তদন্ত শুরু করেছে। ত্রিপুরা সরকার ওই মামলা ইডি-র হাতে তুলে দিয়েছে। ইতিমধ্যে ইডি-র পক্ষ থেকে প্রাক্তন পূর্ত মন্ত্রী তথা বর্তমান বিরোধী উপনেতা বাদল চৌধুরী, প্রাক্তন মুখ্য সচিব ওয়াই পি সিং এবং প্রাক্তন পূর্ত দফতরের মুখ্য বাস্তুকার সুনীল ভৌমিকের সম্পত্তির খোজ শুরু হয়েছে। তাঁদের স্ত্রীদের বিরুদ্ধেও সম্পত্তির খোজ চলছে। ইতিপূর্বে ওই মামলা ক্রাইম ব্রাঞ্চের অধীনে ছিল। ওই ছয় জনের বিরুদ্ধে অর্থ পাচার প্রতিরোধ আইন ২০০২-র অন্তর্গত মামলা রুজু হয়েছে। তদন্তকারী সংস্থার সূত্রের দাবি, তদন্ত এখনই প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং অভিযুক্তদের কাউকেই নোটিশ পাঠানো হয়নি।
ইডি-র আগরতলা সাব-জোনাল কার্যালয়ের সহকারী অধিকর্তা বিকাশ ফোগতের স্বাক্ষরিত পত্রে ভূমিলেখ্য ও বন্দোবস্ত অধিকার দফতরের অধিকর্তা এবং সদর, জিরানিয়া ও বিলোনিয়ার মহকুমা শাসককে অভিযুক্ত ছয় জনের নামে সরকারের কাছে নিবন্ধিকৃত সম্পত্তির পরিমাণ জানতে চেয়েছে।
প্রসঙ্গত, প্রাক্তন পূর্ত মন্ত্রী বাদল চৌধুরী দুর্নীতি মামলায় ইতিপূর্বে গ্রেফতার হয়েছিলেন। প্রাক্তন মুখ্য সচিব ওয়াই পি সিং এবং পূর্ত দফতরের প্রাক্তন চিফ ইঞ্জিনিয়ারকেও দুর্নীতি মামলায় পুলিশ গ্রেফতার করেছিল। তাঁদের বিরুদ্ধে ৬০০ কোটি টাকার দুর্নীতির মামলা ক্রাইম ব্রাঞ্চ তদন্ত করছিল। এখন ওই মামলা ইডি তদন্ত শুরু করেছে।
পুলিশ ওই মামলায় এখনো চার্জশিট জমা দিতে পারেনি। উন্নয়নমূলক প্রকল্পে অর্থ তছরুপের ভিজিলেন্স কমিশনের রিপোর্টের ভিত্তিতে ওই মামলা রুজু হয়েছিল। ইডি এখন তদন্ত শুরু করে অভিযুক্তদের সম্পত্তির হিসেব জানতে চেয়েছে।