Bappi Lahiri: আর কেউ বলবেন না, এই গানটা খুব সুন্দর হয়েছে; বাপ্পি প্রয়াণে শোকস্তব্ধ জিৎ গঙ্গোপাধ্যায়

কলকাতা, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): প্রয়াত কিংবদন্তী সুরকার-গায়ক বাপ্পি লাহিড়ী। বাপ্পি লাহিড়ী প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীত মহল। বর্ষীয়ান গায়কের প্রয়াণে শোকস্তব্ধ গায়ক জিৎ গঙ্গোপাধ্যায়। বাপ্পি লাহিড়ীর প্রয়াণে শোক প্রকাশ করে জিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘ সঙ্গীত জগতের যে বৃহত্তর পরিবার সেখান থেকে একের পর এক মানুষ আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। লতাজি, সন্ধ্যাদি এবার বাপ্পিদা। বিশ্বাসই করতে পারছি না । বাপ্পিদার সঙ্গে আমার খুবই ভাল সম্পর্ক ছিল। আমাকে অত্যন্ত স্নেহ করতেন।”

জিৎ আরও জানিয়েছেন, “কিছুদিন আগেও দেখা হয়েছিল । মুম্বইয়ের বাড়িতে আমাদের যাতায়াত আছে। প্রচুর গান শুনে ফোন করতেন, আশীর্বাদ করতেন, উৎসাহ দিতেন । বউদি, ঋদ্ধিমা, বাপ্পা। ওঁরা আমার ভীষণই ক্লোজ়। গতকাল সন্ধ্যাদির চলে যাওয়ার খবর শুনলাম। আর আজ বাপ্পিদারর একের পর এক কী যে ঘটে চলেছে বলে বোঝাতেই পারছি না। কোভিড অনেক অনেক মানুষের আপনজনকে কেড়ে নিয়েছে। এটা যেন তাড়াতাড়ি বন্ধ হয়। আর সত্যি পারা যাচ্ছে না। আজ সঙ্গীত জগতের যে পরিবার, সেখান থেকে তিনজন নক্ষত্র চলে গেলেন । আমরা অভিভাবকহারা হলাম। বাপ্পিদা মনে প্রাণে বাঙালি ছিলেন। আমাকে ওই জন্য আরও বেশি ভালবাসতেন। যাঁরাই বাংলা থেকে মুম্বইয়ে গিয়েছেন, সকলকেই বাপ্পিদা বলতেন মনটা যেন বাংলাতেই আমাদের পড়ে থাকে। বাংলা গান, বাংলা খাওয়াদাওয়া পছন্দ করতেন ”। উল্লেখ্য, মঙ্গলবার গভীর রাতে মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাপ্পি লাহিড়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *