কংগ্রেসে বড় ভাঙন, ইস্তফা দিলেন প্রাক্তন আইনমন্ত্রী অশ্বনী কুমার

নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): পঞ্জাবে বিধানসভা নির্বাচনের কয়েকদিন আগে বড়সড় ধাক্কা খেল কংগ্রেস। বড়সড় ভাঙন বলাই যেতে পারে, কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করলেন প্রাক্তন আইনমন্ত্রী ও পঞ্জাব থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ অশ্বনী কুমার। এক-দু’বছর নয়, কংগ্রেসের সঙ্গে ৪৬ বছরের সম্পর্ক শেষ করলেন অশ্বনী কুমার। মঙ্গলবার কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে নিজের ইস্তফাপত্র পাঠিয়েছেন অশ্বনী কুমার। ইস্তফাপত্রে তিনি জানিয়েছেন, কংগ্রেসের বাইরে থেকেই জাতীয় স্বার্থে কাজ করতে পারবেন তিনি।

৬৯ বছর বয়সী অশ্বনী কুমার সোনিয়া গান্ধীকে লেখা ইস্তফাপত্রে জানিয়েছেন, “সুচিন্তিত বিবেচনার পরে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, বর্তমান পরিস্থিতিতে এবং আমার মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, আমি দলের বাইরে থেকে বৃহত্তর জাতীয় স্বার্থে সর্বোত্তমভাবে কাজ করতে পারি। তদনুসারে আমি ৪৬ বছরের দীর্ঘ সহযোগীতার পরে দল ছাড়ছি…।”

অশ্বনী কুমার, যাঁর দুই প্রজন্ম কংগ্রেসের সঙ্গে যুক্ত, তিনি তাঁর সিদ্ধান্তকে দলের “নেতৃত্বের অভাব” এর জন্য দায়ী করেছেন। তিনি দলে যথেষ্ট অধ্যবসায় রেখেছিলেন বলে উল্লেখ করে, অশ্বনী কুমার জানান, কংগ্রেস দল নিজেকে নতুনভাবে উদ্ভাবন করতে পারেনি এবং পতন অব্যাহত রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *