Yogi Adityanath: বাংলার রাজনীতি হিংসার রাজনীতি , মন্তব্য যোগীর

লখনও, ১৪ ফেব্রুয়ারি (হি. স.) : ‘বাংলার রাজনীতি হিংসার রাজনীতি। উত্তরপ্রদেশেও তো নির্বাচন চলছে, কিন্তু কটা হিংসার খবর পেয়েছেন। কিন্তু যে কোনও নির্বাচনের আগে কিংবা পরে বাংলার কি অবস্থা হয় সেটা আমাদের সকলেরই জানা। বাংলা কোনওদিন এইরকম শান্তিপূর্ণ নির্বাচন করে দেখাক।’

সোমবার এই মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একইভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে যোগী বলেন, ‘বাংলার মতো হিংসামূলক রাজনীতির আগুন উত্তরপ্রদেশে পৌঁছে দিতেই তিনি বারবার ওই রাজ্যে প্রচারে গিয়েছেন।যোগী আদিত্যনাথ বলেন, ‘আমরা আমাদের ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস এবং পছন্দগুলি দেশ এবং দেশের কোনও প্রতিষ্ঠানের উপর বলপূর্বক চাপিয়ে দিতে পারি না। আমি কি উত্তরপ্রদেশের সমস্ত সরকারি কর্মচারীকে ‘ভাগওয়া’ জাফরান পরতে বলতে পারি? স্কুলগুলিতে ড্রেস কোড অবশ্যই বলবৎ করা উচিত। সংবিধান অনুযায়ী যখন দেশ চলবে, তখন নারীরা তাদের যথাযথ সম্মান, নিরাপত্তা ও স্বাধীনতা পাবে।’সোমবার সকাল থেকে শুরু হয়েছে যোগীরাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণের কাজ। এদিন সকাল ৭টা থেকে চলছে উত্তরপ্রদেশের ৫৫টি বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ অনুষ্ঠান। তার মধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য তথা দেশের মানুষকে একগুচ্ছ বার্তা দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।