মুম্বই, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : নকশালদের পাঠানো একটি চিঠিতে হুমকি পেয়ে এবার নিরাপত্তা বাড়ানো হল মহারাষ্ট্রের নগরোন্নয়ন মন্ত্রী তথা শিবসেনা নেতা একনাথ শিন্দের।
থানে ক্রাইম ব্রাঞ্চ সূত্রে খবর, নকশালদের ওই হুমকিভরা চিঠির ভিত্তিতে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং তদন্ত চলছে। চিঠিতে বলা হয়েছে, “গত বছর যেভাবে আমাদের ২৬ জন শহীদ ভাই, কমান্ডার এবং জওয়ানকে হত্যা করা হয়েছিল, আপনাকে হত্যা করে আমাদের প্রতিশোধ নিতে হবে।
শিন্ডে অতীতেও একই ধরনের হুমকি পেয়েছিলেন। গত বছরের অক্টোবরে মুম্বইয়ে তার সরকারি বাসভবনে একটি হুমকিমূলক চিঠি পাওয়া যায়।