বেঙ্গালুরু, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : কর্ণাটকের হিজাব বিতর্কে উত্তপ্ত বাক্যবাণ অব্যাহত। সোমবার কর্নাটকের কংগ্রেস বিধায়ক জমির আহমেদ বিতর্ক আরও বাড়ালেন। তিনি বলেন, মহিলারা হিজাব পরেন না বলেই ভারতে ধর্ষণের হার সবচেয়ে বেশি। কংগ্রেসের বিধায়কের মন্তব্যে নিন্দার ঝড় উঠেছে।
এক সাক্ষাৎকারে জমির আহমেদ বলেন,” ইসলাম ধর্মে হিজাব হল এক ধরনের পর্দা। একটা বয়সের পর মেয়েদের সৌন্দর্য লুকিয়ে রাখতে হিজাব ব্যবহার করা হয়ে থাকে। আজ ভারতে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটে থাকে। এর কারণ কী? এই জন্যই যেহেতু অনেক মহিলাই হিজাব পরেন না।” জমির আরও বলেন, হিজাব কখনই বাধ্যতামূলক নয়, তবে যাঁরা নিজেদের সুরক্ষিত রাখতে চান, নিজের সৌন্দর্যকে সকলের সামনে প্রকাশ করতে চান না, তাঁরাই হিজাব পরেন। জমির দাবি করেন, “হিজাব পরার ব্যাপারটা নতুন না, বহুকাল ধরে এই রীতি প্রচলিত।”
হিজাব বিতর্কে কর্ণাটকের কংগ্রেস বিধায়কের মন্তব্যের তীব্র সমালোচনা শুরু হয়েছে। জমির আহমেদ যেভাবে ধর্ষণের জন্য হিজাব না পরাকে দায়ী করেছেন, তার নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা। এক নেটিজেন লিখেছেন, এটাই কংগ্রেসের মুখ। তারা কীভাবে ভারতের মেয়েদের দেখতে চান তা স্পষ্ট হল।