কানপুর, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশ আসন্ন তৃতীয় দফা নির্বাচনের আগে সোমবার উত্তরপ্রদেশের কানপুর দেহাত অঞ্চলে একটি জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী মোদী সমাজবাদী পার্টিকে কটাক্ষ করে বলেন, রাজ্যে তাদের শাসনকালে “লুটপাটের” জন্য পরিবারের সদস্যদের মধ্যে এলাকা বণ্টন করেছিল।
সমাজবাদী পার্টির উপর ভোটের উত্তাপ বজায় রেখে প্রধানমন্ত্রী মোদী অভিযোগ করেন, ‘পরিবারবাদী’ ক্ষমতায় এলে আবার মাফিয়াদের ক্ষমতা দিতে চাইবে। এদিন প্রধানমন্ত্রীর কানপুরের সমাবেশে মোদীর লক্ষ্য ছিল সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি বলেন, আইন-শৃঙ্খলার ক্ষেত্রে দুর্বল ট্র্যাক রেকর্ডের রয়েছে তাঁর। উপায় থাকলে, তারা কানপুর এবং উত্তরপ্রদেশের এই ধরনের অন্যান্য এলাকাকে ‘মাফিয়াগঞ্জ’ -এ পরিণত করত। এখন তাদের ‘মাফিয়াগিরি’ শেষ নিঃশ্বাস গুনছে। এই ‘পরিবারবাদী’রা আবার ক্ষমতা পেলে মাফিয়াদের ক্ষমতা দিতে চায়। জনগণকে সজাগ থাকতে হবে বলে প্রধানমন্ত্রী মোদী সজাগ করেন।
উত্তরপ্রদেশের কানপুর, কানপুর দেহাত এবং জালাউন জেলার ১০ টি বিধানসভা কেন্দ্রের জন্য একটি নির্বাচনী সমাবেশে এদিন ভাষণে প্রধানমন্ত্রী মোদী কানপুরের নির্বাচনী প্রচারসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তোপ, “গোয়ার তৃণমূল প্রার্থী বলছেন, হিন্দু ভোট ভাগ করতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁরা। এটাই কি ধর্মনিরপেক্ষতা? উসকানিমূলক মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। তৃণমূল থেকে মানুষের সাবধান হওয়া দরকার।”