নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার বর্ডার গোলচক্কর বাজার থেকে জুয়া খেলার বিভিন্ন সামগ্রী সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তাদের হেফাজত থেকে বেশ কিছু টাকাও উদ্ধার হয়েছে৷ ঘটনার বিবরণ দিয়ে পুলিশ জানিয়েছে বর্ডার গোলচক্কর বাজারে বেশ কিছুদিন ধরে অবৈধভাবে জুয়া খেলার আসর বসছে বলে পুলিশের কাছে খবর আসে৷
সেই খবরের ভিত্তিতে পুলিশ বর্ডার গোলচক্কর বাজারে হানা দেয়৷ হানা দিয়ে যথারীতি জুয়ার আসর দেখতে পেয়ে তাদেরকে ঘেরাও করে আটক করার চেষ্টা করা হয়৷ এর মধ্যে বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়৷ তবে দুজনকে হাতেনাতে আটক করা সম্ভব হয়েছে বলে পুলিশ জানিয়েছে৷ আটক সুজিত দাস এবং শাহিন ইসলাম৷ তাদের কাছ থেকে তীর জুয়া খেলার নোটবুক সহ নগদ টাকা পয়সা উদ্ধার হয়েছে৷ যারা পালিয়ে গেছে তাদের নামধাম উদ্ধার করে তাদেরকে জালে তোলার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ উল্লেখ্য রাজধানী আগরতলা শহর এলাকার বিভিন্ন বাজার ও অলিগলিতে নানা কায়দায় জুয়া খেলার তৎপরতা বৃদ্ধি পেয়েছে৷ এইসব জুয়ার আসরে বসে বহু মানুষ তাদের সর্বস্ব হারাচ্ছে এবং তাদের পরিবার অসহায় হয়ে পড়ছে৷ জুয়া খেলার বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য স্থানীয় জনগণের তরফ থেকে দাবি উঠেছে৷ পুলিশ জানিয়েছে আটক দুজনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে৷এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে৷

