কলকাতা, ১৩ ফেব্রুয়ারি (হি. স.): শেষ হয়েছে একটা যুগের । প্রয়াত বর্ষীয়ান গায়িকা লতা মঙ্গেশকর। রক্তমাংসের লতা না থাকলেও তিনি আজীবন জীবিত সকলের মনে । আর এবার সেই লতাই বড়পর্দায় ।
২৮ দিনের কঠিন লড়াইয়ের অবসান ঘটিয়ে রবিবার ৮.১২ মিনিটে চিরঘুমে ডুব দেন ভারতরত্ন লতা মঙ্গেশকর। করোনা নিউমোনিয়া আক্রান্ত লতা শেষের দিকে হয়ে যায় জীর্ণ শীর্ণ । লক্ষ লক্ষ অনুরাগীদের কাঁদিয়ে চিরঘুমে ডুব দেন লতা । তবে এবার লতাকে নিয়ে হতে চলেছে বায়োপিক । রাকেশ ওম প্রকাশ মেহেরা, আনন্দ এল রাই ও সঞ্জয় লীলা বানশালি তিন পরিচালকের হাত ধরেই বায়োপিক তৈরি হবে লতার । এখন অপেক্ষা গায়িকার পরিবারের সম্মতির ।