কলকাতা, ১৩ ফেব্রুয়ারি (হি.স.): তৃণমূল কংগ্রেসকে ফের বিঁধলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। কটাক্ষের সুরে রবিবার দিলীপ ঘোষ বলেছেন, “তৃণমূলে একটাই পদ, বাকি সব আপদ।” কালীঘাটে তৃণমূল নেতাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠককেই কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ।
রবিবার দিলীপ ঘোষ বলেন, ”তৃণমূলে আসলে একটাই পদ, বাকি সব আপদ। ওটা পার্টি না প্রপার্টি। উপর থেকে নীচ অবধি সব দুর্নীতিগ্রস্ত। সকলের মধ্যে ঝামেলা লেগে গিয়েছে। নেহাত পুলিশের ভয়ে বা টাকা কামানোর জন্য দলটায় রয়ে গিয়েছে। আর কোনও কারণ নেই। পিসি-ভাইপোর মধ্যেও তো ঝামেলা এ বার, যদুবংশ ধ্বংসের মতো দলটাও ধসে পড়বে।”

