Thief : কালিবাজারে সারের দোকানে চুরি, পুলিশের ভূমিকায় অসন্তোষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী৷৷ এয়ারপোর্ট থানা এলাকার কালিবাজারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ একটি সার বিক্রয় কেন্দ্রের টিনের বেড়া কেটে চুরেরা ভতরে ঢুকে প্রায় ৫০হাজার টাকার সামগ্রী হাতিয়ে নিয়ে গেছে৷ দোকানের মালিকের নাম নারায়ন বিশ্বাস৷ এ ব্যাপারে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷

পুলিশ ঘটনার তদন্ত করেছে তবে চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের কোনো সংবাদ নেই৷ কালিবাজার চুরির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ বাজারে রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য স্থানীয় জনগণের দাবি জানানো হয়েছে৷