করিমগঞ্জ (অসম), ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : একদিনের কর্মসূচি নিয়ে আগামীকাল সোমবার করিমগঞ্জ আসছেন ভারতীয় জনতা যুব মোর্চার প্রদেশ সভাপতি সিদ্ধাঙ্কু অঙ্কুর বরুয়া। তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন যুব মোর্চার প্রদেশ সম্পাদক তথা যুব মোর্চার করিমগঞ্জ জেলার প্রভারী মিমো দাস সহ সংগঠনের আরও কয়েকজন প্রদেশ স্তরের নেতা।
মোর্চার প্রদেশ সভাপতিকে শহরে স্বাগত জানাতে জেলা যুব মোর্চার প্রস্তুতি চূড়ান্ত। বিশাল বাইক রেলির মাধ্যমে শহরের সেন-কো পেট্রোল পাম্পের সম্মুখ থেকে প্রদেশ সভাপতিকে স্বাগত জানানো হবে। এদিন তিনি প্রথমে শহরের নীলমণি রোডে অবস্থিত বিএসএফ ক্যাম্পে গিয়ে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের সংবর্ধনা দেবেন। তাঁদের মিষ্টিমুখও করাবেন সিদ্ধাঙ্কু অঙ্কুর বরুয়া। তার পর শহরের বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে আয়োজিত মোর্চার সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন যুব মোর্চার প্রদেশ সভাপতি। আসন্ন পুরোভোটে মোর্চার ভূমিকা কী হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বরুয়া। সেই সঙ্গে জেলা স্তর থেকে বুথ স্তর পর্যন্ত মোর্চাকে শক্তিশালী করে তোলার কর্মপন্থা সম্বন্ধে পরামর্শ দেবেন মোর্চার প্রদেশ সভাপতি সিদ্ধাঙ্কু।