কলকাতা, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : পশ্চিম মেদিনীপুরের ছোট আঙারিয়া মামলার মূল সাক্ষী বক্তার মন্ডল রবিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ২০০১ সালের ৪ জানুয়ারি বক্তার মণ্ডলের বাড়িতে ঘটেছিল গণহত্যা। ওই ঘটনায় ৫ তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছিল বলে দাবি করেছিলেন বক্তার। ঘটনার তদন্তে নেমেছিল সিবিআই। ওইদিন মোক্তার খাঁ, রবিয়াল ভাঙি, হায়দার মণ্ডল, মুক্তো পাত্র, জয়ন্ত পাত্রের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছিল। তারপর থেকে প্রতি বছর ছোটো আঙারিয়া গ্রামে শহীদ দিবস পালন করে আসছে তৃণমূল।
খবর পেয়ে ছোট আঙারিয়া গ্রামে গিয়েছেন গড়বেতার তৃণমূল ব্লক সভাপতি সেবাব্রত ঘোষ। সেবাব্রত বলেন, এদিন সকালে বাজার থেকে বাড়ি ফেরার পর অসুস্থ বোধ করেন বক্তার। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে তাঁর মৃত্যু হয়েছে।
তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, খুবই দুঃখজনক ঘটনা। ছোট আঙারিয়া শহীদ দিবস পালন করা হয়ে থাকে। বক্তার মণ্ডলের পরিবারের পাশে রয়েছে দল।
ছোট আঙারিয়া মামলা এখনও বিচারাধীন। মেদিনীপুর জেলা আদালতে সাক্ষ্য গ্রহণ পর্ব চলছে। ২০১১ সালে রাজ্যে পালাবদলের পরে দিল মোহাম্মদ গ্রেফতার হওয়ায় নতুন করে তদন্ত শুরু করে সিবিআই।
রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিপিএম নেতা সুশান্ত ঘোষ বলেন, শুনেছি বক্তার মন্ডল মারা গিয়েছেন। যে কোন মৃত্যু দুঃখজনক। প্রকৃতির নিয়মে সবাইকে যেতে হবে। তবে ছোট আঙারিয়া মামলায় প্রথমে যাদের গ্রেফতার করা হয়েছিল, আদালতে তারা বেকসুর খালাস হয়েছিল।