মুম্বই, ১৩ ফেব্রুয়ারি (হি.স.): মহারাষ্ট্রের গণ্ডি পেরিয়ে এবার অন্যান্য রাজ্যেও দলের পরিধি বাড়াতে চাইছে শিবসেনা। রবিবার শিবসেনা নেতা ও সাংসদ সঞ্জয় রাউত জানিয়েছেন, আদিত্য ঠাকরের নেতৃত্বে সমগ্র দেশে লোকসভা ভোটে লড়বে শিবসেনা। একইসঙ্গে তিনি দাবি করেছেন, উত্তর প্রদেশে এবার অখিলেশ যাদবই সরকার গঠন করবেন।
রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেছেন, “আমি সবেমাত্র গোয়া থেকে ফিরেছি। খুব শীঘ্রই আদিত্য ঠাকরের সঙ্গে আমরা উত্তর প্রদেশে যাব।” সঞ্জয় রাউত আরও বলেছেন, “উত্তর প্রদেশে অখিলেশ যাদব সরকার গঠন করবেন। আদিত্য ঠাকরের নেতৃত্বে আমরা সমগ্র দেশে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আমাদের।”