নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী৷৷ দুই ড্রাগস কারবারিকে খোয়াই আদালতে পাঠালো পুলিশ৷ আগামী দিনেও গোটা কল্যাণপুর থানা এলাকায় নেশার বিরুদ্ধে এমন অভিযান জারি থাকবে বলে জানায় কল্যাণপুর থানার এসআই প্রীতম চাকমা৷ তিনি জানান রবিবার সকালে দুই যুবককে খোয়াই আদালতে প্রেরণ করা হয়৷ পুলিশ ওদের বিরুদ্ধে সুয়োমোটো মামলা গ্রহণ করা হয়েছিল৷ মামলা নং ০৭/২০২২৷ পুলিশ ভারতীয় দণ্ডবিধির ২২(এ) ধারায় এন ডি পি এস আইনে মামলা গ্রহণ করে৷ কল্যাণপুরের মানুষের দাবী প্রতিনিয়ত নেশার বিরুদ্ধে অভিযান চালিয়ে যাক পুলিশ৷ দীর্ঘদিন ধরেই মানুষের অভিযোগ ছিল৷ রাতের আধারে জনতার জালে দুই ড্রাগস বিক্রেতা, টানা জিঙ্গাসাবাদে গোপন জায়গা থেকে মিললো ড্রাগস ভর্তি কৌটা৷
ধৃতরা হল প্রসেনজিৎ দেববর্মা রজত বিশ্বাস৷ গতকাল কল্যাণপুর থানা এলাকার কমলনগর মর্গান পাড়া এলাকায় স্থানীয় মানুষ এই দুই ব্যবসায়ীকে হাতেনাতে ধরে উত্তমমধ্যম দেয়৷ পরবর্তী সময় কল্যাণপুর থানার পুলিশের হাতে তুলে দেয়৷

