Covid19 : দৈনিক সংক্ৰমণ ও মৃত্যু ক্রমেই নিম্নমুখী, ভারতে সুস্থতা ৯৭.৫৫ শতাংশ

নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি (হি.স.): ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা ক্রমেই নিম্নমুখী, কোভিডে মৃত্যুর সংখ্যাও নিয়ন্ত্রণে রয়েছে। শনিবার সারাদিনে ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৮৭৭ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ৬৮৪ জন রোগীর, মৃত্যুর সংখ্যা আগের দিনের তুলনায় অনেকটাই কমেছে। ভারতে দৈনিক সংক্রমণের হার কমে ৩.১৭ শতাংশে পৌঁছেছে।

বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৫,৩৭,০৪৫-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৭৩,৩৯৮ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ১.২৬ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় (শনিবার) করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৪৯ লক্ষ ১৬ হাজার ৮০১ জন প্রাপক, ফলে ভারতে রবিবার সকাল আটটা পর্যন্ত ১,৭২,৮১,৪৯,৪৪৭ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৬৮৪ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,০৮,৬৬৫ জন (১.১৯ শতাংশ)। শনিবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১,১৭,৫৯১ জন। রবিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,১৫,৮৫,৭১১ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৭.৫৫ শতাংশ। নতুন করে ৪৪,৮৭৭ জন সংক্রমিত হওয়ার পর ভারতে মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ৪,২৬,৩১,৪২১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *