পানাজি(গোয়া), ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : রাতপোহালেই গোয়া বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শুরু হবে। নির্বাচনের আগে রবিবার গোয়ার জনগণের কাছে কংগ্রেসকে ভোট দেওয়া এবং দলকে নতুন সরকার গঠনে সহায়তা করার জন্য আবেদন জানালেন প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম।
এদিন টুইটারে চিদাম্বরম লিখেছেন, “গোয়ার জনগণের মঙ্গলের প্রতি আমার অগাধ বিশ্বাস এবং একটি ভাল সরকার নির্বাচন করার আকাঙ্ক্ষা রয়েছে যা জনগণকে বৃদ্ধি, চাকরি এবং নিরাপত্তা দেবে।”
“আমি গোয়ার জনগণকে আমাদের প্রার্থীদের ভোট দিতে এবং নতুন বিধানসভায় কংগ্রেসকে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা দেওয়ার জন্য আবেদন করছি,” তিনি একটি টুইটে বলেছেন।
চিদাম্বরম আরও বলেন, তিনি গোয়ায় গত ছয় মাসে মানুষের স্নেহ উপভোগ করেছেন। অতএব কংগ্রেস অভিজ্ঞ প্রার্থীদের মাঠে নামিয়ে তাদের স্নেহ ফিরিয়ে দেবে।