BSF : মানকাচরের ভারত-বাংলা সীমান্ত বিএসএফের গুলিতে হত বাংলাদেশি গরু পচারকারী

মানকাচর (অসম), ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : বিএসএফ-এর গুলিতে ধরাশায়ী হয়েছে এক বাংলাদেশি গরু পাচারকারী৷ ঘটনা আজ রবিবার ভোররাত প্ৰায় ৩.০০টা নাগাদ দক্ষিণ শালমারা-মানকাচর জেলার মানকাচর থানা এলাকাধীন চর কুকুরমারায় ভারত-বাংলাদেশ সীমান্তে সংঘটিত হয়েছে৷

প্রাপ্ত খবরে প্রকাশ, প্রতিদিনের মতো গতকাল রাতেও মানকাচর থানাধীন কুকুরমারায় ৪৫ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের ক্যাম্প এলাকার চর কুকুরমারায় ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের টিম টহল দিচ্ছিল৷ কিন্তু শেষ রাত প্রায় তিনটা নাগাদ বিএসএফ-এর টহলদারী জওয়ানদের নজরে পড়ে বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রায় ২০ থেকে ২৫ জনের গরু পাচারকারীর এক দল কাটাতারের বেড়ার কাছে অবস্থান করছে৷ এদিকে ভারত ভূখণ্ডে সংস্থাপিত কাঁটাতারের ওপর ঢেকি তৈরি করে অপেক্ষা করছিল প্রায় ৩০ জনের গরু চোরাকারবারির আরেক দল৷ ইত্যবসরে ঢেকির ওপর দিয়ে গরু পাচার শুরু করে দেয় উভয় দেশের চোরাকারবারিরা৷

টহলদারী বিএসএফ জওয়ানরা ছুটে গিয়ে গরুর চোরাকারবারি দলকে বাধা দিতে যায়৷ কিন্তু বাধা পেয়ে চোরাকারবারি দলটি পাল্টা বিএসএফের ওপর সশস্ত্র হামলা চালিয়ে বসে। তখন বিএসএফ শূন্যে দু-রাউন্ড গুলি ছুঁড়ে৷ এতে ভারতের পাচারকারীরা পালিয়ে গেলেও বাংলাদেশি চোরাকারবারি দল দুঃসাহিকভাবে কাঁটাতারের বেড়া কাটতে শুরু করে৷ তাদের তাড়াতে বিএসএফ ফের এক রাউন্ড গুলি ছুঁড়ে৷ এই গুলিতে বাংলাদেশি এক গরুর চোরাকারবারী ধরাশায়ী হয়৷


এই ঘটনার পর বিএসএফ মানকাচর থানায় পুলিশকে খবর দেয়৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশের দল ঘটনাস্থলে ছুটে যায়৷ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে তার ময়না তদন্তের জন্য ধুবড়ির সিভিল হাসপাতালে পাঠিয়ে দেয়৷


বিএসএফ-এর ধুবড়ি সেক্টরের ডিআইজি জেচি নায়ক সাংবাদিকদের গোটা ঘটনার তথ্য দিয়ে জানান, ঘটনা সম্পর্কে বিএসএফ বৰ্ডার গাৰ্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে ফ্ল্যাগ মিটিং করবে৷ ফ্ল্যাগ মিটিঙে বিজিবি-কে সীমান্তে চোরাচালানকারীদের রুখতে এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে দাবি জানাবে। তিনি জানান, ঘ্টনাস্থল থেকে তিনটি গরু, একটি দা এবং বাঁশ দিয়ে তৈরি একটি ঢেঁকি উদ্ধার করা হয়েছে। নিহত বাংলাদেশি গরু পাচারকারীকে এখনও শনাক্ত করা যায়নি বলেও জানানডিআইজি জেচি নায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *