Injured : কৈলাসহরে দুই ম্যাজিক গাড়ির সংঘর্ষে গুরুতর আহত বৃদ্ধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী৷৷ ঊনকোটি জেলার কৈলাসহর এর হীরাছড়ায় দুটি ম্যাজিক গাড়ির সংঘর্ষে এক বৃদ্ধ গুরুতরভাবে আহত হয়েছেন৷ ওই বৃদ্ধের নাম মাহমুদ আলী তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷

ঘটনার বিবরণ দিয়ে পুলিশ জানিয়েছে হীরার ছড়াতে দুটি মালবাহী ম্যাজিক গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয় লোকজন পুলিশ এবং দমকল বাহিনীকে খবর দেন৷ খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত মাহমুদ আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ ঘটনার পর গাড়ি চালকরা সেখান থেকে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে৷ এ ব্যাপারে মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ পুলিশকে গাড়ি দ্রুতবেগে চলছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷ সে কারণেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে৷