Arrested : কোটি টাকা মূল্যের ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার কাছাড়ের লক্ষ্মীপুরে, আটক তিন

শিলচর (অসম), ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : নেশাদ্রব্যের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযানে বড়সড় সাফল্য পাওয়া গেছে। গোপন সূত্রের নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কাছাড় জেলার অন্তর্গত লক্ষ্মীপুর সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) কুলপ্রদীপ ভট্টাচার্যের নেতৃত্বে জয়পুর থানার ওসি সহ পুলিশ বাহিনী শনিবার গভীর রাতে বাগপুর দ্বিতীয় খণ্ড গ্রামে অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণের নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট পাচারে জড়িত অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

ইয়াবা ট্যাবলেট পাচারের অভিযোগে ধৃত তিন পাণ্ডাদের জামখমাঙ হাওকিপ, নাজিম উদ্দিন ওরফে আইনউদ্দিন এবং রিপন উদ্দিন লস্কর ওরফে সেনাতই। জামখমাঙ হাওকিপের বাড়ি মণিপুরে। মণিপুরের চুড়াচাঁদপুরের টিএস মরকট গ্রামের প্রয়াত এনগামখলুন হাওকিপের ছেলে জামখমাঙ হাওকিপ। নিজাম উদ্দিনের বাড়ি কাছাড় জেলার সোনাই থানার অধীন ডুগনিপার গ্রামে। ডুগনিপারের নাসির উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন। অভিযুক্ত রিপন উদ্দিন লস্করের বাড়ি শিলচরের দুধপাতিল খকিলপার গ্রামে। তার বাবার নাম রফই উদ্দিন লস্কর।

ধৃতদের বিপুল পরিমাণের ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে পাকড়াও করা হয় বাগপুর দ্বিতীয় খণ্ড গ্রামে। বাগপুর দ্বিতীয় খণ্ড গ্রাম এলাকা শিলচর সদর থানার অধীনস্থ হওয়ায় ধৃত তিন ব্যক্তি সহ বাজেয়াপ্তকৃত ৩০ হাজার ইয়াবা ট্যাবলেটগুলো শিলচর সদর থানায় সমঝে দেওয়া হয়েছে, জানান লক্ষ্মীপুরের এসডিপিও কুলদীপ ভট্টাচার্য। বাজেয়াপ্তকৃত ইয়াবা ট্যাবলেটগুলোর বাজারমূল্য ন্যূনতম এক কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *