নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : শনিবার বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল) ২০২২ সালের মেগা নিলামে অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটার ডেভিড ওয়ার্নারকে দিল্লি ক্যাপিটালস পেল। ওয়ার্নারকে ৬.২৫ কোটি টাকায় কিনল দিল্লি ক্যাপিটালস।
আইপিএল ২০২২ সালের মেগা নিলামে ভারতের ওপেনিং ব্যাটার শিখর ধাওয়ানকে পাঞ্জাব কিংস ৮.২৫ কোটি টাকায় কিনেছিল। স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে ৫ কোটি টাকায় কিনেছে রাজস্থান রয়্যালস। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ৭.২৫ কোটি টাকায় নিয়েছে।
প্রোটিয়া পেসার কাগিসো রাবাদাকে পঞ্জাব কিংস ৯.২৫ কোটি টাকায় কিনেনিল। কিউই পেসার ট্রেন্ট বোল্টকে ৮ কোটি টাকায় রাজস্থান রয়্যালস কিনেছে। শ্রেয়াস আইয়ারকে কেকেআর ১২.২৫ কোটি টাকায় দলে নিয়েছে। ভারতের পেসার মহম্মদ শামিকে গুজরাট টাইটান্স ৬.২৫ কোটি টাকায় দলে নিয়েছে। দক্ষিণ আফ্রিকার ব্যাটার ফাফ ডু প্লেসিসকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) ৭ কোটি টাকায় দলে নিয়েছে। লখনউ সুপার জায়ান্টস কুইন্টন ডি কককে ৬.৭৫ কোটি টাকায় তুলে নিয়েছে।
প্রসঙ্গত, আইপিএল ২০২২ মেগা নিলাম বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হচ্ছে এবং এটি রবিবার শেষ হবে। শনিবার ও রবিবার এই নিলামে মোট ৬০০ ক্রিকেটারকে নিলামে নামানো হবে। মোট ৩৭৭ জন ভারতীয় খেলোয়াড় এবং ২২৩ জন বিদেশী খেলোয়াড় বেঙ্গালুরুতে আইপিএল ২০২২ নিলাম হওয়ার প্রতিশ্রুতিতে ধরার জন্য প্রস্তুত।