Celebrate : ট্রাইবেল ইউথ ফেডারেশানের ৫৬ তম প্রতিষ্ঠা দিবস রাজ্যে পালিত

আগরতলা, ১২ ফেব্রুয়ারি : ট্রাইবেল ইউথ ফেডারেশানের ৫৬ তম প্রতিষ্ঠা দিবস শনিবার রাজ্যে যথাযথভাবে পালিত হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠান হয় রাজধানী আগরতলা শহরে কর্নেল চৌমুহনী এলাকায়। প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাইবেল ইউথ ফেডারেশানের  সাধারণ সম্পাদক অমলেন্দু দেববর্মা, সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীসহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বর্তমান রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাজ-কর্মের তীব্র সমালোচনা করেন। বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার আগে জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় আসার পর সেসব প্রতিশ্রুতি পালন করেনি বলে তিনি গুরুতর অভিযোগ করেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বাস্তব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ট্রাইবেল ইউথ ফেডারেশানের কি করনীয় সে সম্পর্কেও তিনি বিস্তারিত ভাবে উল্লেখ করেন।


জিতেন্দ্র চৌধুরী বলেন, বর্তমানে রাজ্যের গণতন্ত্র বিপন্ন। গণতন্ত্র পুনরুদ্ধারের কাজে ট্রাইবেল ইউথ ফেডারেশনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। প্রসঙ্গক্রমে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী আরো বলেন, উপজাতি গণমুক্তির পরিষদ এবং উপজাতি যুব ফেডারেশন শুধুমাত্র রাজ্যের জাতীয় উপজাতি জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলে।


রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার এবং শান্তি সম্প্রীতি ও সৌভাগ্যের পরিবেশ রক্ষণ রক্ষার কাজে ট্রাইবেল ইউথ ফেডারেশন এবং গনমুক্তি পরিষদ বলিষ্ঠ ভূমিকা পালন করে চলেছে বলেও তিনি দাবি করেন। আগরতলার ছাড়াও রাজ্যের বিভিন্ন স্থানে ট্রাইবেল ইউথ ফেডারেশানের প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হওয়ার খবর মিলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *