আগরতলা, ১২ ফেব্রুয়ারি : কংগ্রেসে যোগ দিয়ে রাজ্যে ফিরেই উষ্ণ অভ্যর্থনায় ভাসলেন সুদীপ রায় বর্মণ এবং আশীষ কুমার সাহা। বিমানবন্দরে হাজারো সমর্থকের মধ্যে তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন কর্মীরা। তারপর সুবিশাল বাইক মিছিল করে পোস্ট অফিস চৌমুহনী স্থিত কংগ্রেস ভবনের উদ্দেশ্যে রওয়ানা দেন সুদীপ ও আশীষ। সাথে রয়েছেন পিসিসি সভাপতি বীরজিত সিনহা, কংগ্রেসের পর্যবেক্ষক ডা: অজয় কুমার এবং প্রাক্তন বিধায়ক গোপাল রায়।
এদিন বিমান বন্দর থেকে কংগ্রেস ভবনে যাওয়ার পথে রাস্তার দুই ধারে প্রচুর মানুষ দাঁড়িয়ে তাঁকে অভ্যর্থনা জানান। মানুষের সমর্থন দেখে হয়ত তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েছেন। কংগ্রেস ভবনে গিয়ে সুদীপ বাবু কর্মীসভায় অংশ নেবেন।