শ্রেয়স আয়ারকে কলকাতা নাইট রাইডার্স কিনে নিল। এখনও পর্যন্ত আইপিএল ২০২২-এর সবথেকে দামি ব্যাটার শ্রেয়স আয়ার। প্রথম থেকেই অনুমান ছিল তাঁর জন্য ঝাঁপাতে পারে কেকেআর।
শনিবার এবং রবিবার বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম। ভারতীয় সময় অনুযায়ী বেলা ১২টা থেকে শুরু হয়েছে নিলাম। তবে অফিসিয়াল কভারেজ শুরু হয়েছে বেলা ১১টা থেকে।২০২২ থেকে আইপিএলে দু’টি নতুন দলের সংযোজন হয়েছে। লখনউ এবং আমদাবাদ-দু’টি ফ্র্যাঞ্চাইজি আইপিএলে যোগ দেওয়ায় এ বার থেকে ১০ দলের টুর্নামেন্ট হবে। তাই এই বছর নিলামকে ঘিরে থাকছে বাড়তি উত্তেজনা।
৫৯০ জন প্লেয়ার এ বার নিলামে উঠতে চলেছেন। এই বছর আইপিএলের নিলামকে ঘিরে বাড়তি উন্মাদনার বড় কারণ, ২০২২ থেকে দু’টি নতুন দলের সংযোজন হয়েছে। লখনউ এবং আমদাবাদ-দু’টি ফ্র্যাঞ্চাইজি আইপিএলে যোগ দেওয়ায় এ বার থেকে ১০ দলের টুর্নামেন্ট হবে। তাই এই বছর নিলামের দিকেও নজর থাকবে সকলের।