বেঙ্গালুরু, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ১৫তম আসরের মেঘা নিলামে ৮ কোটি টাকা লাভ করল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) । ১৫.৫ কোটির প্যাট কামিন্সকে ছেড়ে নিলামে তাঁকেই ৭.৫ কোটিতে কিনল শাহরুখ-জুহির দল ।
২০১৮ সালে প্যাট কামিন্সকে ১৫.৫ কোটি টাকায় কিনেছিল কেকেআর। যিনি কেকেআরের ইতিহাসে সবথেকে দামী খেলোয়াড় হয়ে যান। আইপিএল নিলামের আগেই তাকে ছেড়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স । তবে শনিবার বেঙ্গালুরুর হোটেল আইটিসি গার্ডেনিয়ায় বসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ১৫তম আসরের মেগা নিলাম।আজকের এই নিলামে সেই প্যাট কামিন্সকেই ফের তুলে নিল কয়েকেআর ।
এবারের নিলামে প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে ওঠে স্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্সের নাম । প্রথম থেকেই বিড করা শুরু করে কলকাতা। তাদের সঙ্গে পাল্লা দেয় গুজরাট টাইটানস ও লখনউ সুপার জায়ান্টস। কিন্তু একটা সময়ের পরে আর দৌড়ে থাকতে পারেনি তারা। শেষে ৭.৫ কোটি টাকায় কামিন্সকে কিনে নেয় কলকাতা।
কলকাতাতেই ছিলেন তিনি। ফের কলকাতাতেই ফিরলেন। আর পুরনো দলে ফিরতে পেরে আনন্দিত অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স। মাঠে নামার জন্য আর তর সইছে না তাঁর। নিলামে দল পাওয়ার পর ভিডিয়ো বার্তায় সে কথা জানিয়েছেন কামিন্স। কেকেআর-এর টুইটার পেজে কামিন্সের একটি ভিডিয়ো প্রকাশ করা হয়। সেখানে তিনি বলেন, ‘আরও এক বার কলকাতায় ফিরে খুব ভাল লাগছে। বেঙ্কি (মাইসোর), শাহরুখ (খান) ও ম্যানেজমেন্টের সবাইকে অনেক ধন্যবাদ আমার উপর ভরসা রাখার জন্য। নাইটদের গ্রহে ফিরেছি। মাঠে নামার জন্য মুখিয়ে আছি। আর তর সইছে না

