Chief Minister : ক্ষমতায় ফিরলেই অভিন্ন দেওয়ানি বিধি, ভোটের আগে বড় ঘোষণা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ধামির

দেহরাদুন, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তরাখণ্ড ভোটের প্রচারের শেষ মুহূর্তে বড় ঘোষণা করে দিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। বিজেপি ক্ষমতায় ফিরলেই উত্তরাখণ্ডে জারি করা হবে অভিন্ন দেওয়ানি বিধি। যদিও বিরোধীদের বক্তব্য, পরাজয় নিশ্চিত জেনে শেষ মুহূর্তে হিন্দুত্বের জিগির তুলতেই এই ধরনের ঘোষণা করেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী।

শনিবার এক সাক্ষাৎকারে ধামি বলেন, বিজেপি ক্ষমতায় এলেই রাজ্যে জারি করা হবে অভিন্ন দেওয়ানি বিধি। উত্তরাখণ্ডের বিদায়ী মুখ্যমন্ত্রীর বক্তব্য, “নতুন সরকারের শপথগ্রণের পরই আমরা একটা কমিটি তৈরি করব। সেই কমিটিই অভিন্ন দেওয়ানি বিধির একটা খসড়া তৈরি করবে। সেই অভিন্ন বিধিতে বিয়ে, বিবাহ-বিচ্ছেদ, উত্তরাধিকার এবং সম্পত্তি সংক্রান্ত আইন সব ধর্মের জন্য একই হবে।” উত্তরাখণ্ডের বিদায়ী মুখ্যমন্ত্রীর বক্তব্য, এটা তাঁর দলের শপথ। দেবভূমির সংস্কৃতি অটুট রাখতে এই পদক্ষেপ করতে চান তিনি।
তিনি আরও বলেন, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে সামাজিক সৌহার্দ্য বজায় থাকবে। লিঙ্গবৈষম্য দূর হবে। মহিলারা শক্তিশালী হবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এর ফলে সংবিধানের মূল ভাবধারা বজায় থাকবে।