TMC : তৃণমূলের সভানেত্রী ছাড়া সব পদের অবলুপ্তি, ক্ষমতা মমতার হাতেই

কলকাতা, ১২ ফেব্রুয়ারি (হি. স.) : শনিবার কালীঘাটে তৃণমূলের বৈঠকে জাতীয় কর্মসূচী নিয়ে বড় সিদ্ধান্ত নিল দল। জানান হয়েছে যে, তৃণমূলের শীর্ষস্তরে সমস্ত পদের আপাতত অবলুপ্তি হচ্ছে।

জাতীয় কর্মসমিতির সভানেত্রী ছাড়া সব পদের অবলুপ্তি করা হয়েছে। তৃণমূলের জাতীয় কর্মসমিতির সভানেত্রী থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। অর্থাৎ তৃণমূলের নেতারা দলে যে পদে ছিলেন, তাঁরা কেউ আপাতত সেই পদে থাকছেন না। তৃণমূলের শীর্ষস্তরে ফাটলের জল্পনার আবহে, দায়িত্বে কি রদবদল হতে পারে? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। বিরোধীরা অবশ্য তৃণমূলের জাতীয় কর্মসমিতি নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে। প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী বলেন, “যদি মনে হয় দলের মধ্যে কোনও থ্রেট আছে, তাহলে অবলুপ্তি ঘটিয়ে ঠিক করবেন”।

সামনেই গোয়ার বিধানসভা নির্বাচন। যেখানে এবার তৎপরতা বাড়িয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্য্যায় স্পষ্ট করে দিয়েছেন, তাঁর লক্ষ্য এখন ২০২৪’এর লোকসভা ভোট। সেই লক্ষ্যে কি তিনি সর্বভারতীয় স্তরে দায়িত্ব রদবদল করতে পারেন? সেই উত্তর মিলবে পদাধিকারীদের তালিকা সামনে আসার পরই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *