করিমগঞ্জ (অসম), ১২ ফেব্রুয়ারি (হি.স.) : বিনা পাসপোর্টে অবৈধভাবে প্রবেশের দায়ে রাজ্যের বিভিন্ন জেলে দীর্ঘদিন বন্দি থাকার পর আজ শনিবার সুতারকান্দি স্থলবন্দর দিয়ে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে ২২ জন বাংলাদেশি নাগরিককে। সে দেশের বিয়ানিবাজারের শেওলা শুল্ক স্থলবন্দর দিয়ে তাঁরা নিজ দেশে পাড়ি দিয়েছেন।
সীমান্ত রক্ষী বাহিনী ও অসম পুলিশের সীমান্ত শাখা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারীদের বাংলাদেশের শেওলা ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির হাতে সমঝে দিয়েছে। দীর্ঘদিন রাজ্যের বিভিন্ন জেলে কারাবাসের পর দেশে ফেরার খবর পেয়ে সকাল থেকেই ওই সকল অনুপ্রবেশকারীদের আত্মীয়স্বজনরা শেওলা শুল্ক স্থলবন্দরে উপস্থিত ছিলেন।
জানা গেছে, বেশি রোজগারের আশায় তাঁরা দালালের মাধ্যমে অবৈধভাবে পাড়ি দিয়েছিলেন ভারতে। কিছুদিন কাজকর্ম করার পর সীমান্ত সুরক্ষা বাহিনীর হাতে আটক হয়ন তাঁরা। পরে তাঁদের ঠাঁই হয় জেলে। অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য দেশের আইন অনুযায়ী শাস্তির মেয়াদ সম্পূর্ণ হওয়ার পরই আজ তাঁদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হয়। দীর্ঘদিন পর স্বজনদের কাছে পেয়ে তাঁরা ছিলেন উৎফুল্ল।
আজকের হস্তান্তর প্রক্রিয়ায় ভারতের পক্ষে উপস্থিত ছিলেন সীমান্ত পুলিশের আইপিএস অফিসার রেণু কান্ত, শীতল কুমার, সুতারকান্দি ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ শামেন্দ্র চক্রবর্তী, বিএসএফের সুতারকান্দি কোম্পানি কমান্ডার সমীর দাস।
যাঁদের আজ বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে তাঁরা যথাক্ৰমে মৌলভিবাজার জেলার বড়লেখা উপজেলার কয়েস উদ্দিন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার শহিদুল ইসলাম, রউমারি উপজেলার আশিক মিয়াঁ, মহম্মদ সাইজ উদ্দিন, দিনাজপুর জেলার খানশামা উপজেলার জয়চন্দ্র শর্মা, শেরপুর সদর উপজেলার সাব্বির মিয়াঁ, চাঁদপুর জেলার মতলব উপজেলার লিটন গাজি, পটুয়াখালি জেলার গলাচিপা উপজেলার আলম হাওলাদার, নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার আব্দুল গণি, রাজশাহি জেলার তানুর উপজেলার মোহম্মদ আসলম আলি, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার আইনুল হক, টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার অমূল্য বর্মন, খুলনা জেলার আব্দুল হাকিম, মাদারিপুর জেলার সদর উপজেলার জুয়েল হাওলাদার, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার শরিফুদ্দিন মিয়াঁ, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নাসির আলি ও শাহিনুর, সিলেট জেলার কানাইঘাটের সেলিম আহমদ, গোলাপগঞ্জের রুহান আহমদ, সিলেট সদরের লিটন ভূমিজ, ঢাকা জেলার জামাল উদ্দিন, কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার রাজু আহমদ ও নওগাঁ জেলার রানিনগর উপজেলার মোহম্মদ ফিরোজ মিয়াঁ।