মেক্সিকো সিটি, ১১ ফেব্রুয়ারি (হি.স.): চলতি বছরে এই নিয়ে পঞ্চমবার। মেক্সিকোতে ফের খুন হলেন সাংবাদিক। এবার গুলি করে খুন করা হয়েছে একজন সাংবাদিককে। সাংবাদিকদের জন্য ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে মেক্সিকো। নিজের গাড়িতেই ছিলেন সাংবাদিক হেবের লোপেজ ভাজকুয়েজ, সেই সময় গুলি করে তাঁকে খুন করেছে আততায়ীরা।
মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় স্টেট্ ওক্সাকাতে নোটিসিয়াস ওয়েব নামে একটি নিউজ ওয়েবসাইট চালাতেন হেবের লোপেজ ভাজকুয়েজ। স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার তাঁকে খুন করা হয়। ওক্সাকা রাজ্যের প্রসিকিউটর আর্তুরো পেইমবার্ট ক্যালভো জানিয়েছেন, শাগবাদিক খুনে জড়িত সন্দেহভাজন দুই ব্যক্তিকে হেফাজতে রাখা হয়েছে। উল্লেখ্য, এর আগে জানুয়ারি মাসেই মেক্সিকোতে খুন হয়েছেন ৪ সাংবাদিক।