বারাণসী, ১১ ফেব্রুয়ারি (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। তোপ দেগেছেন সমাজবাদী পার্টির বিরুদ্ধেও। শুক্রবার সকালে বারাণসীতে সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। তিনি বলেছেন, “২০১৪-পরবর্তী প্রতিটি নির্বাচনের পরেই কিছু বিরোধী দল সর্বদা কিছু করার চেষ্টা করে, যেখানে আন্তর্জাতিক লিঙ্কগুলিও যোগ দেয়। রাফাল, সিএএ অথবা অন্য কোনও ইস্যু হোক, জনসাধারণ কখনই এই ধরনের দোষারোপ স্বীকার করে না এবং প্রধানমন্ত্রী মোদী ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বিশ্বাস করেন।”
কংগ্রেসকে আক্রমণ করে অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “তাঁরা (কংগ্রেস) বিকিনি/হিজাব, সিএএ/রাফাল নিয়ে কথা বলে, কিন্তু জনগণ কখনই তাঁদের গ্রহণ করেন না। কারণ তাঁরা কখনও দরিদ্রদের কল্যাণের কথা বলে না। তারা শুধু জানে কীভাবে তোষণের রাজনীতি দিয়ে ভোট সংগ্রহ করতে হয়…আপনারা লিখে রাখতে পারেন, অখিলেশ (সমাজবাদী পার্টির প্রধান) তাঁর আসন থেকে নিশ্চিত হারবেন।” রাষ্ট্রীয় লোক দল (আরএলডি)-এর প্রধান জয়ন্ত চৌধুরীর ভোট না দেওয়া নিয়েও তোপ দেগেছেন অনুরাগ। বলেছেন, “কিছু বংশবাদী মানুষ নিজেদের ভোট দেন না। গণতন্ত্র সম্পর্কে তাঁদের অভিমত খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এই ধরনের দল আগেও হেরেছে, ভবিষ্যতে আবারও হারবে।”