Rahul Gandhi: প্রকৃত ইস্যু থেকে গোয়ার জনগণকে বিভ্রান্ত করছেন প্রধানমন্ত্রী : রাহুল গান্ধী

পানাজি, ১১ ফেব্রুয়ারি (হি.স.): পরিবেশ ও কর্মসংস্থানের মতো প্রকৃত ইস্যু থেকে গোয়ার জনগণের মনোযোগ বিভ্রান্ত করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুরুতর অভিযোগ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পণ্ডিত জওহরলাল নেহেরু চাইলে ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা লাভের পর “ঘন্টার মধ্যেই” গোয়াকে মুক্ত করা যেত, প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে শুক্রবার মারগাঁওতে সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী বলেছেন, প্রধানমন্ত্রী বুঝতে পারছেন না সেই সময়ের পরিস্থিতি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কী ঘটছিল।

রাহুল গান্ধী এদিন আরও বলেছেন, “পরিবেশ এবং কর্মসংস্থানের মতো বাস্তব সমস্যাগুলি থেকে মানুষের দৃষ্টি বিভ্রান্ত করতেই তিনি গোয়া আসছেন।” এদিন হিজাব বিবাদ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন রাহুল গান্ধী। তিনি বলেন, আমি এমন কোনও মন্তব্য করব না যা গোয়ার জনগণকে বিভ্রান্ত করে। আমার লক্ষ্য হল গোয়ার জনগণের জন্য যা গুরুত্বপূর্ণ সেদিকে মনোনিবেশ করা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *