Narendra Modi: দরিদ্রদের দুঃখ-কষ্ট দূর করতে দিন-রাত কাজ করে চলেছে ডাবল ইঞ্জিনের সরকার : প্রধানমন্ত্রী

আলমোড়া, ১১ ফেব্রুয়ারি (হি.স.): দরিদ্রদের দুঃখ ও কষ্ট দূর করতে দিন-রাত কাজ করে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। উত্তরাখণ্ডের আলমোড়া থেকে এই আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার উত্তরাখণ্ডের আলমোড়ায় নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন, “ভোটাররা কখনও ভালো কাজ ভুলে যান না, কখনও ভালো উদ্দেশ্য ভুলে যান না এবং যাঁদের উদ্দেশ্য ভালো সর্বদা তাঁদের পাশে থাকেন। বিজেপির তুলনায় এবারের নির্বাচন জনগণই বেশি লড়ছেন। উত্তরাখণ্ডের জনগণ ভালো করেই জানেন একমাত্র বিজেপি সরকারই পারে এই দশককে উত্তরাখণ্ডের উজ্জ্বল দশকে পরিণত করতে। তাই উত্তরাখণ্ডে ফের ডাবল ইঞ্জিনের সরকার আসা একপ্রকাশ নিশ্চিত।” প্রধানমন্ত্রী বলেছেন, “আমাদের সরকার ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস’-এর সংকল্প নিয়ে কাজ করছে। কিন্তু যারা আমাদের বিরোধিতা করে তাদের ফর্মুলা হল- একসঙ্গে শুধু লুট করো।”

কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেছেন, “এই মানুষগুলি ভ্যাকসিন নিয়ে কী বলেছিল মনে আছে তো? তাঁরা বলেছিল পাহাড়ের প্রতিটি গ্রামে ভ্যাকসিন পৌঁছতেই পারে না! উত্তরাখণ্ডের জনগণের প্রতি এতটা অবিশ্বাস। অথচ বিজেপি সরকার, উত্তরাখণ্ডের জনগণ করোনার থেকে বাঁচতে দিনরাত কাজ করে চলেছে।” পর্বতমালা প্রকল্পের প্রসঙ্গ উত্থাপন করে প্রধানমন্ত্রী বলেছেন, “এবারের বাজেটে আমরা উত্তরাখণ্ডের দিকে বিশেষ নজর রেখে একটি পরিকল্পনা করেছি, পর্বতমালা প্রকল্প। পূর্ববর্তী সরকারগুলি উত্তরাখণ্ডের সীমান্তবর্তী গ্রাম, তালুকা ও জেলাগুলিকে উপেক্ষা করেছিল। বিজেপি সরকার সীমান্ত এলাকার উন্নয়নের পরিকল্পনা করেছে। এই সীমান্ত এলাকার জন্য আমরা একটি ‘ভাইব্রেন্ট ভিলেজ’ প্রকল্প করেছি।” প্রধানমন্ত্রী বলেছেন, “দরিদ্রদের দুঃখ-কষ্ট বোঝা ডাবল ইঞ্জিনের সরকার। দরিদ্রদের কষ্ট ও সমস্যা সমাধানে দিনরাত কাজ করে চলেছে। করোনা সঙ্কটের সময় আমাদের সরকার প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনার মাধ্যমে বিনামূল্যে রেশন দেওয়ার দায়িত্বও পালন করেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *