সোনামুড়া, ১১ ফেব্রুয়ারি : গরু নিয়ে বিবাদকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলায় নাসিমা আক্তার নামে এক মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনা সোনামুড়ায়। আহত মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে সোনামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা সঙ্কটজনক হওয়ায় সোনামুড়া হাসপাতাল থেকে তাঁকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়। মূল অভিযুক্ত আলি আহমেদ সহ তিনজনের বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। সোনামুড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তারের সংবাদ নেই।
2022-02-11