নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের বিভিন্ন সমস্যা ঘুরে দেখলেন পুর কমিশনার ও বিধায়ক ডা: দিলীপ দাস

আগরতলা, ১১ ফেব্রুয়ারি : রাজধানী আগরতলা শহরের প্রাচীন ঐতিহ্যবাহী স্কুল নেতাজি সুভাষ বিদ্যানিকেতন পরিদর্শন করেছেন আগরতলা পুর নিগমের কমিশনারসহ বিধায়ক দিলীপ দাস। সফরসঙ্গী হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদরের এসডিএম অসীম সাহা, শিক্ষা দফতরের পদস্থ আধিকারিক সহ অন্যান্য দফতরের আধিকারিকরা। সফরকালে তারা নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের বিভিন্ন সমস্যা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। প্রশাসনিক প্রতিনিধিদলের কর্মকর্তারা নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষকসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।


উল্লেখ্য, ঐতিহ্যবাহী নেতাজি সুভাষ বিদ্যানিকেতন নানা সমস্যায় জর্জরিত। বিদ্যালয়ে পানীয় জল, জল নিষ্কাশনী ব্যবস্থা সহ বিভিন্ন সমস্যা রয়েছে। এই সব সমস্যা খতিয়ে দেখে দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেছেন প্রশাসনের কর্মকর্তারা। নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের জমি সংক্রান্ত কিছু সমস্যাও রয়েছে বলে প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।


সফরকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগরতলা পুর নিগমের কমিশনার ডা: শৈলেশ কুমার যাদব বলেন, নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের মাঠ সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়া এলাকার জল নিষ্কাশনের ব্যবস্থা খুবই করুণ বলে তিনি উল্লেখ করেন। শীঘ্রই জল নিষ্কাশনী ড্রেনগুলো সংস্কার করার উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি  উল্লেখ করেন। ঐতিহ্যবাহী এই স্কুলটি নানা সমস্যায় জর্জরিত বলে তিনি স্বীকার করেছেন। বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সফরের মূল উদ্দেশ্য হলো দ্রুত সব সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করা।


নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের কর্তৃপক্ষের উদ্দেশ্যে পুর নিগমের কমিশনার ডা: শৈলেশ কুমার যাদব বলেন, স্কুলের গেট সব সময় বন্ধ করে রাখবেন। নেতাজি সুভাষ বিদ্যানিকেতন ঐতিহ্য বজায় রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারে সেই লক্ষ্যেই প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে বলেও কর্মকর্তারা আশ্বস্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *