Yogi Adityanath : রাজ্যকে অপরাধমুক্ত করা হয়েছে: যোগী

সাহারানপুর, ১০ ফেব্রুয়ারি (হি.স.) : গত পাঁচ বছরে আমাদের সরকার উত্তরপ্রদেশকে অপরাধমুক্ত করে সুশাসন প্রতিষ্ঠা করেছে। এটা বজায় রাখতে আমাদের বিজেপিকে ক্ষমতায় ফিরিয়ে আনতে হবে বলে জনগণকে আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

বৃহস্পতিবার দেরাদুন রোডের রিমাউন্ট ডিপোর গ্রাউন্ডে আয়োজিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে নির্বাচনী জনসভার মঞ্চে আদিত্যনাথ বলেন, গত পাঁচ বছরের মেয়াদে উত্তরপ্রদেশকে গুন্ডারাজ থেকে মুক্ত করা হয়েছে। রাজ্যে উন্নয়নের চাকা গতিতে ঘুরছে। রাজ্যের দাঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, কৌশাম্বি, সাহারানপুর এবং মুজাফফরনগরের দাঙ্গা বা বেরেলির হট্টগোল, যেখানে ষড়যন্ত্রের অধীনে দাঙ্গা চালানো হয়েছিল, তা স্পষ্ট। তিনি আরও বলেন, তাঁর সরকার দাঙ্গাকারীদের উপর কড়াকড়ি রেখেছে এবং রাষ্ট্রকে সম্পূর্ণ অপরাধমুক্ত ও দাঙ্গামুক্ত করেছে। তিনি বলেন, মহিলাদের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। উত্তরপ্রদেশ পুরোপুরি উন্নয়নের পথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *