বেঙ্গালুরু, ১০ ফেব্রুয়ারি (হি.স.): হিজাব বিবাদের জেরে যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছে কর্ণাটক সরকার। রাজ্যে আপাতত বন্ধ রয়েছে সমস্ত হাইস্কুল ও কলেজ। এমতাবস্থায় শান্তি বজায় রাখার আবেদন জানালেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেছেন, স্কুল ক্যাম্পাস ও রাজ্যে শান্তি বিঘ্নিত না করার জন্য বহিরাগতদের কাছে আমি অনুরোধ করছি। শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা আমাদের কর্তব্য যাতে ন্যায়বিচার প্রদান করা যায়।”
হিজাব বিবাদের জেরে কর্ণাটকে বুধবার ও বৃহস্পতিবার বন্ধ ছিল সমস্ত হাইস্কুল ও কলেজ, শুক্রবারও কর্ণাটকে বন্ধ থাকবে হাইস্কুল ও কলেজ। এদিন মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই জানিয়েছেন, “যা কিছু ঘটেছে সেই সমস্ত বিষয়ে প্রাইমারি ও সেকেন্ডারি শিক্ষামন্ত্রী বিসি নাগেশ, আধিকারিক ও রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমি আলোচনা করব। সমস্ত হাইস্কুল ও কলেজ বন্ধ রাখার বিষয়ে সন্ধ্যায় সিদ্ধান্ত নেওয়া হবে।”