আগরতলা, ১০ ফেব্রুয়ারি : বৃহস্পতিবার সকালে রাজধানী আগরতলা শহরের বটতলা বাজার এলাকায় উচ্ছেদ অভিযান সংগঠিত করেছে পুর নিগমের টাক্সফোর্স বাহিনী। বটতলা মন্দির সংলগ্ন এলাকা থেকে দশমিক ঘাট যাওয়ার রাস্তার দু’পাশের ড্রেনের উপর যে সব দোকানপাট গড়ে উঠেছে কিংবা স্থায়ী দোকানের যে বর্ধিত অংশ রয়েছে তা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় পুরো নিগমের টাক্সফোর্স।
রাস্তার দু’পাশে জল নিষ্কাশনে ড্রেনগুলো সংস্কারের লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। টাক্সফোর্স বাহিনীর কর্মকর্তারা জানান, রাস্তার দু’পাশে যেসব বাইক পার্কিং করা হচ্ছে সেগুলো এখন থেকে রাস্তার পাশে পার্কিং করা যাবে না। দশমিক ঘাট যাওয়ার রাস্তার দু’পাশে বাইক পার্কিং করে রাখার ফলে সাধারণ মানুষ যাতায়াত করতে পারেন না। যানজট নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফলে জন দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
স্থানীয় ব্যবসায়ী এবং বাজারে আসা ক্রেতাদের বাইক টিআরটিসি অফিসের মাঠে রাখার জন্য পার্কিং জোন তৈরি করা হয়েছে। সেখানে বাইক রাখার পরামর্শ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, বুধবার পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ প্রশাসনের কর্মকর্তারা এলাকাটি পরিদর্শনকালে অবৈধভাবে দোকানপাট গড়ে তোলা ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে জানিয়ে যান দোকানপাট গুলো সরিয়ে নিন। কিন্তু তারা তাদের দোকানপাট সরিয়ে নেননি। এক সপ্তাহ আগে তাদের প্রত্যেককে পুরনিগম থেকে নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু তাতেও সাড়া দেননি ব্যবসায়ীরা। সে কারণে বাধ্য হয়েই বৃহস্পতিবার সকাল থেকে পুরো নিগমের টাক্সফোর্স বাহিনী উচ্ছেদ অভিযানে সামিল হয়।

