প্রয়াগরাজ, ১০ ফেব্রুয়ারি (হি.স.): লখিমপুর খেরি হিংসা মামলার প্রধান অভিযুক্ত আশিষ মিশ্রকে জামিন দিল এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ। বৃহস্পতিবার আশিসের জামিন মঞ্জুর করেছে আদালত। গত ৯ অক্টোবর আশিসকে গ্রেফতার করেছিল উত্তর প্রদেশ পুলিশ। গ্রেফতারির কয়েক দিন পরেই উদ্ধার করা হয় তাঁর বন্দুক। লখিমপুর-কাণ্ডের তদন্তে ঢিলেমির জন্য গত ২০ অক্টোবর উত্তর প্রদেশ পুলিশকে তুলোধনা করেছিল সুপ্রিম কোর্ট।
গত ৩ অক্টোবর লখিমপুর খেরির টিকুনিয়া এলাকায় সংঘর্ষের ঘটনায় প্রধান অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস। নিম্ন আদালতে জামিনের আর্জি খারিজ হওয়ার পরই এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন আশিস। অবশেষে বৃহস্পতিবার আশিসকে জামিন দিয়েছে আদালত। প্রসঙ্গত, নভেম্বরে উত্তরপ্র দেশ পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট) আদালতে পেশ করা রিপোর্টে জানায়, লখিমপুরের ঘটনা পূর্বপরিকল্পিত ছিল।