নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.): সারারাতের প্রবল বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লি। অকাল-বর্ষণ হয়েছে নয়ডা, গুরুগ্রাম এবং ফরিদাবাদেও। বুধবার ভোররাতে বৃষ্টির বেগ একটু বাড়ে, পাশাপাশি ঘন্টায় ২০-৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও হয় দিল্লিতে। দিল্লির ফিরোজ শাহ রোড, মান্ডি হাউস সর্বত্রই ভারী বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির সৌজন্যে মনোরম শীতের আমেজ এদিন বিরাজমান ছিল দিল্লিতে।
বুধবার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বৃষ্টি সত্ত্বেও দিল্লির বাতাস এদিনও ছিল দূষিত। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ২৭১, যা খারাপ শ্রেণীর মধ্যেই পড়ে। এদিন সকাল থেকেই মেঘলা ছিল দিল্লির আকাশ।