পাটনা, ৯ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি হারবেই, ফের দাবি করলেন রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদব। বুধবার লালু বলেছেন, বিজেপির হতাশা দেখেই বোঝা যাচ্ছে উত্তর প্রদেশ নির্বাচনে হারবে। একইসঙ্গে জানিয়েছেন, উত্তর প্রদেশ নির্বাচনে সমাজবাদী পার্টিকে সমর্থন করেন তিনি ও তাঁর দল।
লালু এদিন বলেছেন, বিজেপির হতাশা বুঝিয়ে দিচ্ছে তাঁরা উত্তর প্রদেশ নির্বাচনে হারবে। তাঁরা শুধু দাঙ্গা আর মন্দিরের কথা বলেছে। ৭০ বছর আগে আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশদের এই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করেছিল, কিন্তু এখন ব্রিটিশদের রূপে ফিরে এসেছে বিজেপিই… আমরা উত্তর প্রদেশ নির্বাচনে সমাজবাদী পার্টিকে সমর্থন করি।” হিজাব বিতর্ক সম্পর্কে লালু বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনে দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। তারা মুদ্রাস্ফীতি, দারিদ্র্যের কথা নয়, অযোধ্যা ও বারাণসীর কথা বলছেন।”