নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আগামীকাল ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি মহারাষ্ট্র এবং তেলেঙ্গানা সফরে রওনা দেবেন। বুধবার রাষ্ট্রপতি ভবন জানিয়েছে।
১১ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি কোবিন্দ মুম্বইয়ের রাজভবনে নতুন দরবার হলের উদ্বোধন করবেন। ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মহারাষ্ট্রের রত্নাগিরি জেলার আমবাদাওয়ে গ্রামে ডঃ বাবাসাহেব আম্বেদকর স্মৃতিসৌধ পরিদর্শন করবেন।
১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি শ্রী রামানুজ সহস্রাব্দী সমরোহ উপস্থিত থাকবেন এবং হায়দরাবাদে শ্রী রামানুজাচার্যজির স্বর্ণ দেবতা উন্মোচন করবেন।