নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.): আগামী ১০-১৩ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রী হিসেবে এই প্রথম অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন জয়শঙ্কর। বুধবার বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ মারিস পেনের আমন্ত্রণে ১০-১৩ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ১২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী মারিস পেনের সঙ্গে বিদেশমন্ত্রীদের সাইবার ফ্রেমওয়ার্ক ডায়ালগের সহ-সভাপতিত্ব করবেন এস জয়শঙ্কর। অস্ট্রেলিয়া সফরে গিয়ে সে দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও ব্যবসায়িকদের পাশাপাশি ভারতীয় প্রবাসী এবং ছাত্রদের সঙ্গে বিদেশমন্ত্রী কথা বলবেন।
অস্ট্রেলিয়া সফরের পর, ১৩-১৫ ফেব্রুয়ারি ফিলিপিন্স সফরে যাবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রী হিসেবে ফিলিপিন্সেও এস জয়শঙ্করের এটা প্রথম সফর। ফিলিপিন্সে গিয়ে সে দেশের বিদেশমন্ত্রী, নিজের প্রতিপক্ষ তেওডোরো এল লোকসিন জুনিয়রের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এস জয়শঙ্কর।