উন্নতি বিধান জন ঘোষণা পত্র প্রকাশ কংগ্রেসের, ২০ লক্ষ সরকারি চাকরির আশ্বাস

লখনউ, ৯ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের খুব বেশি দিন আর বাকি নেই, তার আগে বুধবার উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার ‘উন্নতি বিধান জন ঘোষণা পত্র-২০২২’ প্রকাশ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। উত্তর প্রদেশের দায়িত্বে নিযুক্ত সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা বুধবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার পর জানিয়েছেন, “উত্তর প্রদেশের জনগণের কাছ থেকে সমস্ত ধরনের পরামর্শ নেওয়া হয়েছে। ক্ষমতায় আসার ১০ দিনের মধ্যেই কৃষকদের ঋণ মকুব করা হবে। বিদ্যুৎ বিল মকুব করা হবে, কোভিডে দুর্দশাগ্রস্ত পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।” প্রিয়াঙ্কা আরও জানিয়েছেন, আমরা ২০ লাখ সরকারি চাকরি দেব।

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা আরও জানিয়েছেন, “স্কুলের ফি নিয়ন্ত্রিত হবে, প্রায় ২ লক্ষ খালি হয়ে পড়ে থাকা টিচিং আসন পূরণ করা হবে। শিক্ষক ও ‘শিক্ষা মিত্র’ নিয়মিত করা হবে। কেজি থেকে পিজি পর্যন্ত উপজাতীয় ও অনগ্রসর শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষা।” প্রিয়াঙ্কা আরও জানিয়েছেন, “যে কোনও রোগের জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত সাহায্য দেওয়া হবে। গোবর ২ টাকা প্রতি কেজিতে কেনা হবে, যা পরবর্তীতে ভার্মি-কম্পোস্টিং-এ ব্যবহার করা হবে।” যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে তোপ দেগে প্রিয়াঙ্কা বলেছেন, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, সরকারের পক্ষ থেকে কোনও সহায়তা করা হয়নি। আমরা তাঁদের সাহায্য করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *