International Music College : ভারতরত্ন লতা দীনানাথ মঙ্গেশকর ইন্টারন্যাশনাল মিউজিক কলেজ তৈরি হবে মুম্বইয়ে

মুম্বই, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : বুধবার মন্ত্রিসভার বৈঠকে মহারাষ্ট্র সরকার মুম্বইয়ের কালিনা ক্যাম্পাসে ভারতরত্ন লতা দীনানাথ মঙ্গেশকর আন্তর্জাতিক সঙ্গীত কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে লতা মঙ্গেশকরের নামে ইন্টারন্যাশনাল কলেজের নামকরণের কাজ ত্বরান্বিত করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন।

উচ্চশিক্ষামন্ত্রী উদয় সামন্ত বুধবার সাংবাদিকদের বলেন, আজ মন্ত্রিসভার বৈঠকে লতা দিদিকে প্রথম শ্রদ্ধা জানানো হয়। পরে মন্ত্রিসভার সমস্ত সদস্য সর্বসম্মতিক্রমে কালিনায় মুম্বই বিদ্যাপীঠের প্রাঙ্গণে তিন একর জমিতে ভারতরত্ন লতা মঙ্গেশকরের নামে ভারতরত্ন লতা দীনানাথ মঙ্গেশকর আন্তর্জাতিক সঙ্গীত কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন।


উদয় সামন্ত আরও বলেন, তিনি আগে মাস্টার দীনানাথ মঙ্গেশকর সঙ্গীত বিদ্যালয় চালু করার প্রস্তাব করেছিলেন। কিন্তু লতা মঙ্গেশকরের মৃত্যুর পরে এখন মুম্বই বিদ্যাপীঠ ক্যাম্পাসেই কালিনায় ভারতরত্ন লতা দীনানাথ মঙ্গেশকর ইন্টারন্যাশনাল স্কুল অফ মিউজিক প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকার মুম্বই বিদ্যাপীঠের কাছে তিন একর জমি পেয়েছে, তাই এই কাজে কোনও বাধা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *