নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জীবনাবসানের শোক কাটিয়ে উঠতে না উঠতেই বিনোদন জগতে আরও এক তারকার প্রয়াণ। প্রয়াত হলেন বি আর চোপড়ার মহাভারত টেলি সিরিয়ালের ‘ভীম’ প্রবীণ কুমার সোবতি। অভিনয় ছাড়াও এশিয়ান গেমসে স্বর্ণপদক জেতার জন্য তিনি সর্বাধিক পরিচিত ছিলেন। সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। প্রবীণের একজন আত্মীয় জানিয়েছেন, “দীর্ঘস্থায়ী বুকে সংক্রমণের সমস্যা ছিল তাঁর। রাতে তিনি অসুস্থতা বোধ করলে আমরা ডাক্তারকে ডেকেছিলাম। ১০-১০.৩০ মিনিটের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি, হৃদরোগে আক্রান্ত হয়ে।”
৬ ফুট ৬ ইঞ্চির উচ্চতা সম্পন্ন দীর্ঘদেহীর পঞ্জাবের এই অভিনেতা জীবন শুরু করেছিলেন অ্যাথলিট হিসেবে। হ্যামার ও ডিস্ক থ্রোয়ে তিনি ছিলেন পারদর্শী। এমনকী দু’দুবার অলিম্পিকও খেলেছেন। হংকং অলিম্পিকে জিতেছেন সোনাও। পাশাপাশি পদক জিতেছেন এশিয়ান ও কমনওয়েলথ গেমসে। এরপরই তিনি সিনেমা জগতে প্রবেশ করেন। মহাভারত সিরিয়ালে অভিনয়ের আগেই তিনি তিরিশটিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। এরপরই ‘ভীম’ চরিত্রের জন্য বি আর চোপড়ার মহাভারতে তাঁকে মনোনিত করা হয়। বাকিটা ইতিহাস। আর এর জেরেই তাঁকে তাঁর আসল নামের পরিবর্তে ‘ভীম’ বলেই সকলের কাছে বেশি পরিচিত হন প্রবীণ কুমার। তাঁর অভিনিত ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য, শাহেনশাহ, করিশমা কুদরত কা, ইযুধ, খুদগর্জ, লোহা, মহব্বত কা দুশমন, ইলাকা। প্রবীণ কুমারের প্রয়াণে শোকাহত বলিউড, ক্রীড়ামহল-সহ অগুন্তি অনুরাগী।