BRAKING NEWS

সুরসম্রাজ্ঞীর প্রয়াণে নীরবতা রাজ্যসভায়, নাইডু বললেন কিংবদন্তী গায়িকাকে হারাল দেশ

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি.স.): সুরসম্রাজ্ঞী, ভারতরত্ন লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। লতা মঙ্গেশকরের কণ্ঠের জাদুতে মুগ্ধ আসমুদ্র হিমাচল, তাঁর সুরমূর্চ্ছনায় আন্দোলিত কয়েক প্রজন্ম। সুরসম্রাজ্ঞীর প্রয়াণে সোমবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় এক মিনিটের জন্য নীরবতা পালন করলেন সাংসদরা। লতার প্রয়াণে ব্যথিত রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু জানিয়েছেন, কিংবদন্তী গায়িকাকে হারিয়েছে দেশ।

এদিন রাজ্যসভার অধিবেশন শুরু হওয়ার পরই সুরসম্রাজ্ঞীর প্রয়াণে এক মিনিটের জন্য নীরবতা পালন করা হয় রাজ্যসভায়। পরে রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু বলেছেন, “লতা মঙ্গেশকরের প্রয়াণে একজন কিংবদন্তী গায়িকা, সহানুভূতিশীল মানুষ এবং একজন দয়াময় ব্যক্তিত্বকে হারিয়েছে দেশ। তাঁর মৃত্যু একটি যুগের সমাপ্তি এবং সঙ্গীত জগতে অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে।” লতাকে শ্রদ্ধা জানানোর পর রাজ্যসভার অধিবেশন এক ঘন্টার জন্য মুলতুবি করে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *