মুম্বই, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : “রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য মিথ্যা” বললে তারা ক্ষতি হবে। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযানকে স্বাগত জানিয়ে তদন্ত সংস্থার কর্তাদের সতর্ক করেছেন।
প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি ইডি ১০৩৪ কোটি টাকার জমি কেলেঙ্কারির মামলায় রাউতের কন্যা পূর্বশী এবং বিধিতার একটি ফার্মের অংশীদার সুজিত পাটকরের বাড়িতে তল্লাশি চালায়।
এদিন তিনি এ প্রসঙ্গে বলেন, “তাদের (ইডি) অভিযান চালাতে দিন। আমি তাদের স্বাগত জানাব। শুধু মিথ্যা বলবেন না, অন্যথায় সেই পরিবার ক্ষতিগ্রস্থ হবে। যদি কোনো এজেন্সি রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য মিথ্যা বলে, তাহলে তাকে মূল্য দিতে হবে।