পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত অস্ট্রেলিয়া, ২১ ফেব্রুয়ারি থেকে উঠছে বিধিনিষেধ

সিডনি, ৭ ফেব্রুয়ারি (হি.স.): আগামী ২১ ফেব্রুয়ারি থেকে পর্যটকদের জন্য পুনরায় সীমান্ত খুলে দিচ্ছে অস্ট্রেলিয়া। শর্ত একটাই-টিকার দু’টি ডোজই নিয়ে থাকতে হবে আগত পর্যটকদের। সোমবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন, আগামী ২১ ফেব্রুয়ারি থেকে পর্যটকদের জন্য সীমান্ত খুলে দেবে অস্ট্রেলিয়া। স্কট জানিয়েছেন, “আপনি যদি টিকার দু’টি ডোজ নিয়ে থাকেন, তাহলে আমরা আপনাকে স্বাগত জানাতে মুখিয়ে আছি।”

অর্থাৎ আগামী ২১ ফেব্রুয়ারি থেকেই বিশ্বের সবচেয়ে কঠোর ও দীর্ঘতম মহামারী ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে অস্ট্রেলিয়া। জাতীয় নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের পর স্কট মরিসন জানিয়েছেন, “অস্ট্রেলিয়ার সীমানা বন্ধ করার সিদ্ধান্তের প্রায় দু’বছর হয়ে গেল।…আপনি যদি টিকার দু’টি ডোজ নিয়ে থাকেন, তাহলে আমরা আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছি।” উল্লেখ্য, ২০২০ সালের মার্চ মাসে বন্ধ করে দেওয়া হয়েছিল অস্ট্রেলিয়ার সীমানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *