দেহরাদূন, ৭ ফেব্রুয়ারি (হি.স.): উত্তরাখণ্ড সরকারের প্রস্তাব মেনে নিয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এবার উত্তরাখণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করবেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। সোমবার সকালে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, “আমরা তাঁকে (অক্ষয় কুমার) একটি প্রস্তাব দিয়েছিলাম, তিনি সেই প্রস্তাব গ্রহণ করেছেন। তিনি উত্তরাখণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেও কাজ করবেন।”
এদিন সকালে দেহরাদূনে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির মুখ্যমন্ত্রী বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন অভিনেতা অক্ষয় কুমার। দু’জনের মধ্যে অনেকটা সময় কথা হয়েছে। ধামি নিজেই টুইট করে জানিয়েছেন, “বিশিষ্ট অভিনেতা, তরুণদের প্রেরণাস্রোত এবং আমার বন্ধু শ্রী অক্ষয় কুমারকে মুখ্যমন্ত্রী বাসভবনে স্বাগত জানিয়েছি। রাজ্যের যুবকদের অনুপ্রাণিত করার জন্য সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছেন অভিনেতা অক্ষয় কুমার এবং সমস্ত সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন।”